“পাবিপ্রবিতে মঙ্গলশোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “

নাজমুল ইসলাম :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)-তে সীমিত পরিসরে মঙ্গলশোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক  ড. খায়রুল আলমের নেতৃত্বে  সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের মূল ফটকে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।

র্যালিটি প্রশাসনিক ভবনের মূল ফটক থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সেন্ট্রাল ক্যাফেটেরিয়া  হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল হয়ে কেন্দ্রীয় মাঠের চারপাশের রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে সমাপ্তি ঘটে।

one pherma

উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খায়রুল আলম, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. হাসিবুর রহমান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, পরিবহন প্রশাসক ড. মো. কামরুজ্জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন অনুষদের ডিন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জৈষ্ঠ্য শিক্ষকমন্ডলী,শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীগণ।

ইবাংলা/ টিএইচকে/ ১৪ এপ্রিল, ২০২২

Contact Us