ইমরুল কায়েসদের সহজ জয়

ডেস্ক রিপোর্ট

মাত্র ১৯৭ রান। তারপরও বড় জয়ই তুলে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল।এই হারে রেলিগেশনে চলে গেছে সিটি ক্লাব। অন্যদিকে সহজে জিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শীর্ষস্থান হয়েছে আরও পোক্ত।

Islami Bank

১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে সিটি ক্লাব। প্রথম ৫ ওভারে মাত্র ১০ রান তুলতে পারে তারা, ওভার শেষ হতেই হারায় একটি উইকেট। এরপর আর উইকেট পতনের মিছিল থামেনি।১৪ রানে ৩টি আর ৪৮ রানের মধ্যে শীর্ষ ৫ ব্যাটারকে হারিয়ে পরাজয় বলতে গেলে নিশ্চিত হয়ে যায় সিটির। এরপর অধিনায়ক জাওয়াদ রোয়েনের ৪৫ আর লোয়ার অর্ডারের নাজমুল হোসেন মিলনের ৩৩ রানে কোনোমতে দেড়শর কাছাকাছি যায় তারা, ৪৩.১ ওভারে অলআউট হয় ১৪৪ রানে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারভেজ রসুল আর আরিফ আহমেদ নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট শিকার জিয়াউর রহমান, সানজামুল ইসলাম আর মৃত্যুঞ্জয় চৌধুরীর।এর আগে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় শেখ জামালও। অধিনায়ক ইমরুল কায়েস ৮৯ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস না খেললে তাদের সংগ্রহটা কোনোমতেই ১৯৭ পর্যন্ত যেতো না।

one pherma

বাকি ব্যাটারদের কেউ যে ত্রিশের ঘরও ছুঁতে পারেননি! নুরুল হাসান সোহান ২২ আর রবিউল ইসলাম রবি করেন ২৪ রান। ওপেনার সৈকত আলি শূন্য আর সাইফ হাসানের উইলো থেকে আসে মাত্র ১৮ রান। ৪৬.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল।সিটি ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নেন আবদুল হালিম আর মইনুল ইসলাম সোহেল।

ইবাংলা /জেএন /১৫ এপ্রিল ,২০২২

Contact Us