ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৫ এপ্রিল) বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন।
এ ধরনের হুমকির ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘পরমাণু অস্ত্র বা কিছু রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়া কথা বলা শুরু করায় ‘সারা বিশ্ব’ স্তম্ভিত।তিনি আরো বলেন, ‘তারা তা করতে পারে। তাদের কাছে লোকজনের জীবনের কোন মূল্য নেই।’
বার্নস বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিপত্তিজনক ঝুঁকি বৃদ্ধির পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন কৌশলগত বা স্বল্প ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে।
(২৪ ফেব্রুয়ারি) আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরমাণু অস্ত্রের অস্বাভাবিক গতিবিধির কোন ইঙ্গিত দেখতে পায়নি।বার্নস বলেন, এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
ইবাংলা /জেএন /১৬ এপ্রিল ,২০২২