ফসল রক্ষা বাঁধ ভেঙে গুরমা হাওরে ঢুকছে পানি

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ২৭ নং পিআইসি ফসল রক্ষা বাঁধ ভেঙে বর্ধিত গুরমা হাওরে পানি ঢুকছে।

Islami Bank

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ বাঁধ ভেঙে যায়। এর আগে একই দিন সকাল ৮টায় ওয়াচ টাওয়ার-সংলগ্ন বাঁধের ওপর দিয়ে গুরমা হাওরে পানি প্রবেশ করে। এতে হাওরের প্রায় ৬০ হেক্টর ফসলি জমি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকে ওয়াচ টাওয়ার-সংলগ্ন বাঁধ দিয়ে বর্ধিত গুরমা হাওর পানি ঢোকা শুরু হয়।

কৃষি অফিস জানান, বর্ধিত গুরমা হাওরে তাহিরপুর উপজেলা অংশে প্রায় ৬০ হেক্টর জমি রয়েছে। বাঁধ উপচে হাওরে পানি ঢোকার ফলে হাওরের জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে।

one pherma

স্থানীয় কৃষকরা জানান, সকালে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বর্ধিত গুরমার হাওরের ফসল রক্ষা বাঁধের ২৭ নম্বর প্রকল্পটি দেবে যায়। এরপর থেকেই পানি ঢুকেছে হাওরে। হাওরের কৃষকরা স্বেচ্ছাশ্রমে কাজ করে পানি আটকানোর চেষ্টা করেন। তাতেও শেষ রক্ষা হয়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা হয়েছে। অবশেষে আজ রোববার বিকেলে বাঁধ ভেঙে গেল।

ইবাংলা/ জেএন / ১৭ এপ্রিল, ২০২২

Contact Us