ঈদকে সামনে রেখে পাচারকালে নাইক্ষ্যংছড়ির সীমান্তের রেজুপাড়া পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ইয়াবাসহ ৫ কারবারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবা পাচারের ২ সেন্ডিকেট লিডাররা হলো,ইকবাল হোসেন (৩২) ও রফিকুল ইসলাম(২৮)।
বিজিবি সূত্র আরো জানান,গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কড়ইবুনিয়া এলাকা শীর্ষ মাদক ব্যবসায়ী জনৈক ইকবাল হোসেনের বাড়ি তল্লাসী করে তারা।
এ সময় ইয়াবার সাথে জড়িত থাকার দায়ে ৪ কারবারীকে আটক করে ৫০ হাজার ইয়াবাসহ তাদেরকে জিজ্ঞাসাবাদের পর রেজুপাড়া অভিযান পরিচালনা করে আরো ৬ লাখ ইয়াবা জব্দ ৩৪ বিজিবির এ দলটি।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হোসেন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন, অস্ত্র, মাদক উদ্ধার, অসহায় মানুষসহ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহায়তা দিয়ে আসছেন। ভবিষ্যতে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইবাংলা/ টিএইচকে/ ২৩ এপ্রিল, ২০২২