পরিবেশ পারিপার্শ্বিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে, নীলফামারীর সৈয়দপুরে স্থাপন করা হচ্ছে- শ্যামলী সিমেন্ট শীট নামে এক কারখানা। কারখানাটির মালিক সিটি ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকার সুশীল কুমার দাস বাবু।
সূত্র বলছে, শ্যামলী সিমেন্ট শীট নামে ওই কারখানায় পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু উপাদান বা কাঁচামাল ব্যবহৃত হবে; যা নিয়ে এলাকার লোকজন বেশ চিন্তিত। তাদের বক্তব্য, পরিবেশ অধিদপ্তর এই কারখানার ছাড়পত্র দিয়েছে বলেই এমন জনবিরোধী কারখানা স্থাপন করতে পেরেছে প্রভাবশালী ওই ব্যক্তি।
যদিও পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান নামক স্থানে শ্যামলী সিমেন্ট শীট উৎপাদনে, কারখানা স্থাপনের কোন অনুমোদন দেয়া হয়নি।অথচ সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উল্লিখিত স্থানে কারখানা স্থাপনের উদ্দেশ্যে সিভিল কনস্ট্রাকশনের কাজসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে উৎপাদনে যেতে কিছু যন্ত্রপাতিও আমদানী করার পাশাপাশি বাকী যন্ত্রপাতি আমদানীতে এলসিও খুলেছে তারা। এ অবস্থায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে ক্ষতিকারক পণ্যের কারখানা স্থাপনের বিষয়টি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছের্।
ইবাংলা/এসআর /২৪এপ্রিল, ২০২২