ক্রোড়পত্র নয় অষ্টম ওয়েজ বোর্ড ছাড়া

ডেস্ক রিপোর্ট

যেসব পত্রিকায় ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়নি, সেগুলোকে সরকারি ক্রোড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Islami Bank

হাছান মাহমুদ বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি- অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।

one pherma

এছাড়া ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়েও ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us