২ মে’র টিকিট বিক্রি হবে সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, আজ যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে। তাছাড় চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৪ মে’র অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।আজ (১লা মে) সকালে কমলাপুর রেল স্টেশনে নিজ কার্যালয়ে ঈদ যাত্রার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাসুদ সারওয়ার বলেন, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২ ও ৪ তারিখের টিকিট বিক্রি করা হবে। আজ যদি চাঁদ না দেখা যায়, তাহলে সন্ধ্যার পর ২ তারিখের টিকিট বিক্রি করা হবে। এছাড়া আজ চাঁদ দেখার পর আমরা ৪ তারিখের টিকিটও বিক্রি করব। তিনি বলেন, আজ ৫ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে সারা দেশ থেকে।

শিডিউল বিপর্যয় সম্পর্কে স্টেশনের ব্যবস্থাপক বলেন, সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে, সেগুলোর মধ্যে নীলসাগর, ধূমকেতু এবং সুন্দরবন এক্সপ্রেস ৩০ থেকে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এটা অপ্রত্যাশিত। তবে এটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না।

ইবাংলা/ এসআর / ০১ মে, ২০২২

Contact Us