এবার জাতীয় সংসদ ভবনে সবার জন্য উন্মুক্ত থাকবে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।রোববার (১লা মে) এ তথ্য জানিয়েছেন, সংসদের জনসংযোগ অধিশাখার-১ পরিচালক তারিক মাহমুদ।
তিনি বলেন, জামাতে অংশ নেবেন সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসুল্লিরা।আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
ঈদ জামাত ঘিরে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনি পার হয়েই জামাতে অংশ নিতে হবে সবাইকে।জামাত শেষে বরাবরের মতো সংসদের কর্মকর্তারা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ইবাংলা/ এসআর / ০১ মে, ২০২২