চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা রেলষ্টেশনের অদুরে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার (১১ মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রীজের কাছে ওই দুর্ঘটনা ঘটে। ২০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Islami Bank

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে ঘোড়ামারা ব্রীজের কাছে রেললাইনের উপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

one pherma

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ধারণা করা হচ্ছে, বুধবার (১১ মে) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে যুবকের।

ইবাংলা/টিএইচকে/১১মে.২০২২

Contact Us