যুক্তরাষ্ট্রে ৪০ বিলিয়ন ডলারের ইউক্রেন সহায়তা বিল অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলারসহ সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তার প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

মঙ্গলবার (১০ মে) প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সিনেট মেম্বারদের ৩৬৮-৫৭ ভোটে পাস হয়েছে৷

প্রতিবেদনে বলা হয়, সাহায্য প্যাকেজ ইস্যুতে ভোটদানকারী ডেমোক্র্যাটদের সবাই এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এতে সমর্থন দিয়েছেন।

এদিকে, ভোটের আগে সহকর্মীদের কাছে একটি চিঠিতে স্পিকার ন্যান্সি পেলোসি জানান, আমাদের অপেক্ষা করার সামর্থ্য নেই৷ এই সহায়তা প্যাকেজের মাধ্যমে আমাদের অটল সংকল্পের বিষয়ে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠাবে আমেরিকা৷ বিজয় না হওয়া পর্যন্ত ইউক্রেনের সাহসী জনগণের পাশে দাঁড়াতে হবে।

এছাড়া সোমবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই সহায়তা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করার সময় আমাদের সহায়তার চালান বন্ধ করার অনুমতি দিতে পারি না। সূত্র : সিএনএন

ইবাংলা /জেএন /১১ মে,২০২২

Contact Us