অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ দোকানের জরিমানা

ডেস্ক রিপোর্ট

বেশি দামে অবৈধভাবে তেল বিক্রি করায় বিক্রি করায় চট্টগ্রামের কর্নেলহাটে ২ দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১১ মে) দুপুরে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, নগরের কর্নেলহাটে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স জামাল এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিনিময় স্টোর নামে আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সহকারী পরিচালক মো. আনিছুর আরও বলেন, অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ইবাংলা /জেএন /১১ মে,২০২২

Contact Us