রাজধানীর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

ইবাংলা ডেস্ক

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২৬) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লার হাট উপজেলায়।

Islami Bank

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকীন মিত্তাল তৌফিক জানান, বুধবার রাতে কারওয়ানবাজারের সোনারগাঁও মোড়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কোনো একটি বাহন মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থালে মারা যায় হাফিজুর। এ সময় তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন।

one pherma

তিনি আরও জানান, বৃহস্পতিবার নিহতের মরদেহ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তবে কোন গাড়ির সঙ্গে পাঠাও চালকের মোটরসাইকেলের সংঘর্ষ হয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইবাংলা /জেএন /১২ মে,২০২২

Contact Us