ফুটবল খেলার মাঠে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলার সময় শ্বাসকষ্টে মো. ফয়সাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Islami Bank

বুধবার (১১ মে) বিকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে নূর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফয়সাল একই গ্রামের নয়া মিয়া বেপারী বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. ফারুক জানান, প্রতিদিন বিকালে নূর সোনাপুর গ্রামের মাঠে ফুটবল খেলা হয়। বুধবার বিকালে ফয়সাল ওই মাঠে ফুটবল খেলতে যান। প্রথমার্ধের খেলা শেষে ফয়সাল পানি খেয়ে আবারও খেলতে নামেন। এক পর্যায়ে বুকে ব্যথা অনুভব করে খেলার মাঠে অসুস্থ হয়ে পড়েন। পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

one pherma

নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উল্যাহ বলেন, ‘ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে ফয়সাল নামে এক যুবক মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘ফয়সল চট্টগ্রামে পোর্টে চাকরি করতেন। ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসেন। বুধবার বিকালে বড় ভাইকে বলে ফুটবল খেলতে যান। তখন তার ভাই তাকে ফুটবল খেলতে যেতে নিষেধ করেন। তিনি আগে থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।’

ইবাংলা /জেএন /১২ মে,২০২২

Contact Us