বগুড়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস

‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা।

Islami Bank

দিবসটি পালন উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ৮টায় ২৫০ শষ্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও নার্সি এ্যান্ড মিডওয়াইফারি কলেজ বগুড়ার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

one pherma

এছাড়াও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর নার্স ও নাসিং কলেজের ছাত্র-ছাত্রীরা ও সরকারি , বে-সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনিস্টিটিউশন এর কর্মকর্তারা র‍্যালীতে অংশ গ্রহণ করে। পরে দিন ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Contact Us