টেকনাফ থেকে রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার (টেকনাফ) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নিবন্ধিত শিবির থেকে রামদাসহ পীর মোহাম্মদ (২৮) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১৫ মে) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নুর আলমের ছেলে।

Islami Bank

১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একদল পুলিশ অভিযান পরিচালনা করে ওই রোহিঙ্গা সন্ত্রাসীকে দেশিয় অস্ত্র বড় রামদাসহ গ্রেফতার করা হয়।

one pherma

গ্রেফতারকৃত রোহিঙ্গা টেকনাফ মডেল থানার মামলার এজহারনামীয় পলাতক আসামি ছিলেন। এছাড়াও তিনি ক্যাম্প এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসপি তারিকুল ইসলাম।

ইবাংলা/টিএইচকে/১৬ মে, ২০২২

Contact Us