১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দেখালেন অফ স্পিনার নাইম হাসান। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। সফরকারী শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছেন নাইম। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় ছিল লংকান এ্যাঞ্জেলো ম্যাথুজকে ১৯৯ রানে আউট করেন তিনি।
ক্যারিয়ার সেরা বোলিং করতে গিয়ে ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন নাইম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে ২ উইকেট নেন নাইম। তার শিকার হয়েছিলেন শ্রীলংকার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারতেœ।
দ্বিতীয় দিন প্রথম সেশনে দিনেশ চান্ডিমাল ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে নিজের শিকার বানান নাইম। শ্রীলংকার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। এর আগে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতেই অভিষেক ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাইম। পাঁচ উইকেট শিকারের পর শ্রীলংকার ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ম্যাথুজকে আউট করেন নাইম। ইনিংসে এটি ছিলো নাইমের ষষ্ঠ উইকেট। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং রচিত করেন ২২ বছর বয়সী নাইম।
গত বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নাইম। ঐ টেস্টের দুই ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন নাইম। এই ইনিংসসহ ৮ ম্যাচের ১৩ ইনিংসে ৩১ উইকেট শিকার করেছেন নাইম।
ইবাংলা / জেএন / ১৬ মে, ২০২২