চট্টগ্রামে ১৮৫ গ্রাম আইস ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সোয়া বারটার দিকে নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম হ্নীলা হোয়াক্যং নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. হামিদ হোসেন (২৮) ও রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের ছাদেক নগর গাবতল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. ফারুক (৩৮)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে খাজা রোড বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিংয়ের সামনে পুকুর পাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস (ক্রিস্টাল মেথ) সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইবাংলা / জেএন / ১৮ মে, ২০২২

Contact Us