রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ সময় পেঁয়াজের আড়তে রঙিন লাইটের কারণে দুই দোকানকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং একটি দোকানকে রশিদ না দেওয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মুরগি বিক্রেতাদের দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও শিটের উপর মুরগি কাটা এবং মাছ বিক্রেতাদের অতিরিক্ত লাইট বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
ইবাংলা / জেএন /২১ মে,২০২২