গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী

জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী।

Islami Bank

মঙ্গলবার (২৪ মে) ভোরে পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করেছে গ্রামবাসী।নিহত আশরাফুন্নেছা বেগম (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর (৪৫) স্ত্রী।

গাবুরা ইউনিয়নের ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। মাঝে-মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় তাকে বেদড়ক মারধর করেন। সোমবারও তাকে মারপিট করে চলে যান। রাতে আবারও প্রথম স্ত্রীর কাছে আসেন শফিকুল।

one pherma

তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরের দিকে প্রথমে মারপিট করে গলাচেপে হত্যার চেষ্টা করেন। তারপর বালিশচাপা দিয়ে হত্যা করেন। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শুনেছি একজন মারা গেছে। কীভাবে ও কেন মারা গেল সেটা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পৌঁছায়নি। ঘটনাস্থলে পৌঁছে জানার পর বিস্তারিত জানাতে পারব।

ইবাংলা /জেএন /২৪ মে,২০২২

Contact Us