মধুপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিল গালা

মধুপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারের সনদ না থাকায় সিলগালা করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর টিম। শনিবার (২৮ মে) সকালে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ন্যায় মধুপুরেও এ অভিযান কালে মধুপুরের জামাল পুর রোডের হাসপাতাল সংলগ্ন গ্রীণলাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও কুড়ালিয়া ইউনিয়নের আমতলী ডায়াগনস্টিক সেন্টারের সনদ না থাকায় সিলগালা করা হয়।

এ সময় ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমান নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ছানোয়ার হোসেন, ডা. ফাতেমাতুজ জহুরা , সেনেটারি ইন্সপেক্টর বিলকিস আক্তার ও স্টোর কিপার আজিজুর রহমানসহ পুলিশ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমান জানান,স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় মধুপুরেও এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সনদ না থাকায় পৌর শহরের গ্রীণ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও কুড়ালিয়ার আমতলী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/৩০মে,২০২২

Contact Us