বগুড়ায় লটারীর টিকেট কেনা বিরোধে যুবক খুন

মোঃ শামসুল আলম লিটন

বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারীর টিকেট কেনা নিয়ে বিরোধের জের ধরে আল জামিও বনি (২২) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহরের কলোনী এলাকায় খুনের ঘটনাটি ঘটে। নিহত বনি শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে।

Islami Bank

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারীর টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কলোনী বটতলা এলাকায় তাজ ফার্মেসীর সামনে চেয়ার টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলেন মেলার লটারীর সাথে জড়িত বেশ কয়েকজন যুবক।

বনি সেখানে টিকেট কিনে সেখানে থাকা বক্সে ফেলানোর সময় সোহান নামের এক যুবকের সাথে কথাকাটাকাটি হয়। এনিয়ে সোহানের সাথে থাকা যুবকেরা বনিকে মারধর শুরু করে।

one pherma

এসময় মারধর করা যুবকদের মধ্যে একজন বনির মাথায় উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়ার কিছুক্ষনপর তিনি মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন ঘটনার পরপরই পুলিশের একাধিক টীম অভিযানে নেমেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/৪ জুন,২০২২

Contact Us