সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেট প্রতিনিধি

অতিরিক্ত বৃষ্টিপাতে সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে ওই ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন জাবেদ আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮) ।

চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতে টিলা ধসে বাড়ির উপরে পড়লে ওই পরিবারের শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।’

one pherma

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর গাজি বলেন, ‘টিলা ধসের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা অবস্থায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইবাংলা/টিএইচকে/৬জুন,২০২২

Contact Us