নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ডায়রিয়ায় আক্রান্ত এক কিশোরীকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েন ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২৪ রোগী ভর্তি রয়েছে।
মৃত ফেরদৌস বেগম (১৫) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।বৃহস্পতিবার (৯জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,ফেরদৌস বেগমকে মুমূর্ষু অবস্থায় আজ সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা দেখেন, কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট আগে ওই কিশোরী মারা যান। আজ সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়ছেন। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ডায়রিয়া আক্রান্ত এক কিশোরী হাসপাতালে আনার পথে মারা গেছে। বেশির ভাগ রোগীই একেবারে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে ভর্তির পর তাঁদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সদের চরম বেগ পেতে হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে।
ইবাংলা/ জেএন /০৯ জুন,২০২২