চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর বাংলামোটরে বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলী’র মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের ছিল না রুট পারমিট। রুট পারমিট না থাকা সত্ত্বেও দুই বছর রাজধানীতে চলাচল করেছে বাসটি। চালকের ছিল হালকা যাববাহন চালানোর লাইসেন্স।
শনিবার (১১ জুন) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত ৬ জুন সকাল সাড়ে নয়টায় রাজধানীর বাংলামোটর রাজারবাগ পুলিশ লাইনে ডিউটিতে যাওয়ার পথে কনস্টেবল কোরবান আলীকে চাপা দেয়
ওয়েলকাম ট্রান্সপোর্ট একটি বাস। পরবর্তীতে স্থানীয়রা এবং টহলরত পুলিশ ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করেন।
এঘটনায় গতকাল রাতে অভিযানে চালিয়ে ব্রাহ্মনবাড়িয়া থেকে বাস চালক মো. জাকির হোসেন (৪০) ও সাভার থেকে বাসের মালিক (২) মো. খোকাকে (৪০) গ্রেফতার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,চালক বিভিন্ন সময়ে লেগুনার হেলাপার ও চালক হিসাবে কাজ করে। ২০১৮ সাল থেকে লাব্বাইক ও ওয়েলকাম ট্রান্সপোর্টে ড্রাইভার হিসেবে নিযুক্ত হয়ে কাজ করছিল। এরপর সে বিভিন্ন কোম্পানীর বাসে অস্থায়ী চালক হিসেবে বাস চালাতো। ২০১৯ সালে বিআরটিএ হতে হালকা যানবাহন চালনার লাইসেন্স করে। প্রায় এক মাস পূর্বে বর্তমান গাড়ির মালিকের সাথে জাকিরের পরিচয় হয়। মে মাসের মাঝামাঝি থেকে ওয়েলকাম গাড়ী চালাতে থাকে।
তিনি বলেন, বাসের মালিক মো. খোকাকে জিজ্ঞাসাবাদে জানা যায়- সে ২০১৭ সালে পরিবহণ ব্যবসা শুরু করে। ২০২০ সালে ঘাতক গাড়ি ক্রয় করে রুট পারমিট ব্যতীত অবৈধভাবে গাড়িটি চলাচল করাত। পরবর্তীতে রুট পারমিটের জন্য আবেদন করে কিন্তু এখনো পারমিট পায়নি। পারমিট না থাকা সত্ত্বেও গত ২ বছর ধরে গাড়িটি রাস্তায় চলাচল করছিলো বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ইবাংলা/ জেএন /১১ জুন,২০২২