বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা

ডেস্ক প্রতিবেদক :

গুলশানে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও বাবা-মাসহ আট জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন নিহত কলেজ শিক্ষার্থীর বোন।

Islami Bank

সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে এ মামলা করেন তিনি। নিহতের বোন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বাদী জানান, ‘মামলায় সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা, বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা, শারমীন, সাইফা রহমান মীম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপনকে আসামি করা হয়েছে।’

one pherma

পিবিআইয়ের অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট আবু ইউসুফ (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) গণমাধ্যমকে বলেন, ‘আমরা গণমাধ্যম থেকে সংবাদটি জেনেছি। এখনও আনুষ্ঠানিক কোনো নথি পাইনি।’

সূত্র : দ্য ডেইলি স্টার

ইই

Contact Us