উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, ঘটনায় আটক দুই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বোনকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ ভাইকে মারধরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন থেকে রোববার (১২ জুন) ভোররাতে তাদের আটক করা হয়।

Islami Bank

আটক দুজন হলেন ১৯ বছর বয়সী মো. আরমান ও ২০ বছর বয়সী মো. রায়হান। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ভোররাতে খুরুশকুল থেকে দুজনকে আটক করা হয়।

ওসি বলেন, ভুক্তভোগী পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে। এটি হাতে পেলে পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করবে।

one pherma

আহত আব্দুল মোনাফ বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে থাকি। ৩১ মে আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল, রায়হান, আরমানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল। আমার বোন ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকায়। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি।

জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।

মোনাফের অভিযোগ, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশের দাবি, তারা এমন কোনো অভিযোগ পাননি। শনিবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেয়।

ইবাংলা/ জেএন /১২ জুন,২০২২

Contact Us