পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে তাপস-রেইন

জেলা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাপস কুমার কুন্ডু ।

Islami Bank

ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রেইন ।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার ৬২ জনকে তালিকাভুক্ত করে জেলা সমিতির উপদেষ্টা সহ বিদায়ী সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে নব-নির্বাচিত সভাপতি তাপস কুমার কুন্ডু বলেন, ” পাবনা জেলার পার্শ্ববর্তী জেলা হওয়ায় প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে ।এবং অনেকজন ভর্তি হয়।আমাদের জেলা সমিতি তাদের সার্বিক সাহায্য-সহযোগিতা করে থাকে এবং এই কার্যক্রম আরো জোরালোভাবে চলবে যেন কেউ সিরাজগঞ্জ জেলা থেকে এখানে আসলে নিজের আপন বাড়ি মনে করতে পারে।

আমরা চাই আমাদের কর্মকান্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে জেলা সমিতির একটি সুন্দর অবস্থান করতে।”এ বিষয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেইন বলেন।”নবগঠিত নতুন কমিটির সবাইকে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি একটা পরিবার। এই পরিবারকে এগিয়ে নিতে আমরা কথায় নয়,কাজে বিশ্বাসী।এই মনোভাব নিয়ে আমাদের নতুন কমিটিকে পরিচালিত করতে চাই। তার জন্য সর্বপ্রথম আমার এবং তাপস কুমার কুন্ডু দাদার সহায়তা দরকার।যারা শুধু কমিটিতে আছেন তাদেরই সহযোগিতা চাই এমন না।

one pherma

আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কমিটি নিয়ে কেউ মনঃক্ষুণ্ন হবেন না।পদ-পদবী দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা খুবই কঠিন।প্রত্যেকের যোগ্যতা প্রমাণ পায়, তার নিজের কর্মের দ্বারা।আশা করি সকলে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন।যারা দায়িত্ব পেয়েছেন।

তাদের দায়িত্ব অনেকগুণ বেড়ে গেছে।নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করবেন এবং নিয়ম-কানুন মেনে চলবেন। আমি যেনো ভাল কিছু এই বিশ্ববিদ্যালয়কে দিয়ে যেতে পারি,এই দোয়া রাখবেন।

আমরা যেন এই বৃহত্তর সিরাজগঞ্জ জেলা সমিতিকে সামনের দিকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।”নতুন দায়িত্বে আসা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন সহ সকলে।

ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২

Contact Us