অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে ৫০১ টাকা কাবিনে গায়িকার বিয়ে

ডেস্ক রিপোর্ট

তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। গত ১৭ জুন ছিল তার জন্মদিন। তবে বিশেষ এই দিনটি আরও রঙিন করে তুললেন তিনি। ওই দিন মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে করলেন। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী তসলিম মজুমদার। তবে পাত্র যুক্তরাষ্ট্রে থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে।

Islami Bank

এ প্রসঙ্গে আয়েশা মৌসুমী গণমাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের দুজনের পরিচয় ৭ বছর ধরে। তবে এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে আমার এবারের জন্মদিনটাকে বেছে নিলাম এবং আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলাম।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তবে প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

one pherma

এদিকে আরও জানা যায়, বিয়েতে কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা। তার স্বামী বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে কর্মরত আছেন।

ইবাংলা / জেএন / ১৮ জুন,২০২২

Contact Us