চলে গেলেন বলিউড সুপারস্টার অক্ষয়ের মা

বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার মাকে হারিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের টুইটারে মা অরুণা ভাটিয়ার মৃত্যুর খবর জানিয়েছেনে এই বলি অভিনেতার।

Islami Bank

টুইটারে অক্ষয় লিখেছেন, ‘তিনিই ছিলেন আমার সব। আমি আমার অস্তিত্বের মূল অংশকে হারিয়ে অসহ্য কষ্ট হচ্ছে। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে আজ সকালে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং আরেক জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমি এবং আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রার্থনা করবেন। ওম শান্তি’।

one pherma

বলিউড হাঙ্গামার খবর, কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন অরুণা ভাটিয়া। গত শুক্রবার তাকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে। এরপরই সোমবার তার অবস্থার অবনতি ঘটায় তাকে স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউতে। মায়ের অসুস্থতার খবর পেয়ে সোমবারই তড়িঘড়ি শুটিং ছেড়ে লন্ডন থেকে দেশে ফিরে যান অক্ষয়।

সূত্র : বলিউড হাঙ্গামা

ইবাংলা / ৮ সেপ্টেম্বর

Contact Us