বন্যার পানিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌরসভায় বন্যার পানিতে বিভিন্ন পাকা সড়ক ভেঙে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। এরই মধ্যে শহরের সঙ্গে সদর উপজেলার পশ্চিম ও উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জানা গেছে, রোববার (২৬ জুন) সন্ধ্যায় কাগমারা এনায়েতপুর ভাঙ্গারপাড় মোড় এলাকার সড়কটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেছে। একই সঙ্গে ভাঙনকবলিত এলাকায় সড়কের নিচে সেলো মেশিনের দেওয়া পাইপের পাশ দিয়ে পানি প্রবেশ করে।

এ কারণে সড়কের ২০ ফুট ভেঙে যায়। এতে সদর উপজেলার বাঘিল ও দাইন্যা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাগমারা, দাইন্যা ইউনিয়নের বাইমাইল, বাসারচর, লাউজানা ও বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী ও ধরেরবাড়ী গ্রামের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর জানান, রোববার (২৬ জুন) রাতে বিষয়টি স্থানীয় কাউন্সিলর আমাকে জানিয়েছেন। তবে সোমবার (২৭ জুন) সকালের মধ্যেই সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us