আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ, সাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তি ও গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন, জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।

one pherma

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফসার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্টেট আসাদুজ্জামান রনি। অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের কাজের স্বীকৃতি হিসেবে সাইকেল, সেলাই মেশিন, সদস্যদের সন্তানকে বিশেষ শিক্ষা বৃত্তি এবং সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ছাতা বিতরন করা হয়।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us