জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়।

Islami Bank

এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্য থেকে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

one pherma

উল্লেখ্য, সাধারণ জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পর বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়। আর সেই রিতী অনুযায়ী সৌদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আযহা উদযাপিত হবে ৯ জুলাই আর বাংলাদেশসহ পাকিস্তান ও অন্যান্য দেশে পবিত্র ঈদুল আযহা ১০ জুলাই উদযাপিত হবে।

ইবাংলা/মশিউর/৩০জুন,২০২২

Contact Us