রাজধানীর কমলাপুর রেলষ্টেশন হতে কালোবাজারের টিকিট বিক্রয়ের সময় দেশের বিভিন্ন প্রান্তের টিকিটসহ ৫ জন টিকিট কালোবাজারীকে আটক করেছে র্যাব। সোমবার (৪ জুলাই) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৩। মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে র্যাব-৩ এর পুলিশ সুপার বীনা রানী দাশ এসব তথ্য নিশ্চিত করেন।
টিকিট কালোবাজারী চক্রের সদস্যরা হলেন, মো. লিটন মিয়া (৩৭), মো. শাহ আলম (৩৪), মো. ইরান (২০), মো. আবু তাহের (২৬), মো. জাহিদুর রহমান শাকিব (৪০)। আসামীদের নিকট হতে ৪টি ট্রেনের টিকিট, ৫টি মোবাইলফোন এবং নগদ ৬ হাজার ৯২৭ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা সংঘবদ্ধ টিকিট কালোবাজারী চক্রের সদস্য। ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে অল্পমূল্যে টিকিট ক্রয় করে উচ্চমূল্যে গোপনে টিকিট বিক্রি করে আসছে।
ইবাংলা/জেএন/৫জুলাই,২০২২