ঈদের মোনাজাতে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনা

ইবাংলা ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সর্বত্র পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত শেষে দেশের সমৃদ্ধি ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেছেন সমগ্র মুসলিম উম্মাহ।

Islami Bank

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রোববার (১০ জুলাই) সকাল ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এতে মুকাব্বির ছিলেন হাফেজ মো. আতাউর রহমান।

ঈদ জামাত শেষে খুতবা পাঠ এবং দোয়া ও মোনাজাত করা হয়। জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন শত শত মানুষ। মোনাজাতে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা, বন্যার্তদের ওপর রহমত এবং করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

এ ছাড়া বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদ ও ঈদগাহ ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করা হয়। মোনাজাতে মুসলমানদের গুনাহ মাফ এবং বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আর্জি জানানো হয়।

one pherma

এর আগে জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রথম জামাতে মুসল্লিদের ঢল নামে। বায়তুল মোকাররমে প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়, সকাল ৯টায় অনুষ্ঠিত হয় তৃতীয় জামাত। ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় (১০টা ৪৫ মিনিট) অনুষ্ঠিত হবে।

ইবাংলা/টিএইচকে/১০জুলাই,২০২২

Contact Us