নোয়াখালীতে ডোবায় মিলল মিশুক চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে পুলিশ এক ব্যাটারী চালিক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারে নি। নিহত আবুল কাশেম (৫০) উপজেলার গঞ্জরিয়া গ্রামের আবিদ মিয়ার বাড়ির হায়দার আলীর ছেলে।

Islami Bank

বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রাজীবপুর পুর্ব পাড়ার পশ্চিমে একটি ডোবা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে মিশুক গাড়ি চালানো সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবুল কাশেম (৫০) উপজেলার রাজীবপুর পূর্ব পাড়ার রাস্তার পশ্চিমে পাশে ডোবার মধ্যে গাড়িসহ পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, মিশুক চালক গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

one pherma

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক ভাবে মৃত্যু সঠিক কোন কারণ জানা যায়নি।

মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ইবাংলা/বায়েজীদ/১৩জুলাই,২০২২

Contact Us