সফলভাবে সিনচিয়াংয়ের কাজ করা চীনের কাছে গুরুত্বপূর্ণ :সি চিন পিং

ইবাংলা আন্তর্জাতিক

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেছেন। সেখানে তিনি বিভিন্ন জাতির কর্মকর্তা ও জনগণের সঙ্গে দেখা করেছেন।

গুরুত্বের সঙ্গে তিনি বলেন, সিপিসি’র নীতি ও বিন্যাস দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে, সার্বিকভাবে এবং সঠিকভাবে নতুন যুগে সিপিসি’র সিনচিয়াং পরিচালনার কৌশল বাস্তবায়ন করতে হবে।

সমাজের স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী নিরাপত্তায় লক্ষ্য পূরণ করতে হবে, সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, উচ্চ মানের উন্নয়ন জোরদার করতে হবে, করোনাভাইরাসের মহামারি প্রতিরোধ এবং অর্থনীতি ও সমাজের উন্নয়নে সমন্বয় করতে হবে, নতুন যুগের নতুন যাত্রায় ঐক্য, সমৃদ্ধ, অগ্রগতির সমন্বয়ে সুন্দর জীবন ও প্রকৃতির সুন্দর সিনচিয়াং গঠন করতে হবে।

গত ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত সি চিন পিং উরুমুচি, সিহ্যজি, তুর্পানসহ বিভিন্ন শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা, কমিউনিটি, জাদুঘর, গ্রামসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, সিনচিয়াং-এর কাজের প্রধান লক্ষ্যকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন কাজ জোরদার করতে হবে। সিনচিয়াংয়ে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের মন জয় করা।

সমাজের বিভিন্ন মহলের মতামত শুনতে হবে, স্থিতিশীলতা বজায় রাখার কাজে স্বাভাবিকায়ন ও নিয়মিতকরণ জোরদার করতে হবে।

তিনি বলেন, চীনা জাতির অভিন্ন কমিউনিটির চেতনা মজবুত করতে হবে। বিভিন্ন জাতির বিনিময় ও যোগাযোগ জোরদার করতে হবে।

ধর্মের সুষ্ঠু উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। যাতে ধর্ম ও চীনের সমাজতন্ত্রের সমাজের সঙ্গে খাপ খাওয়ানো যায়। জনগণের স্বাভাবিক ধর্মবিশ্বাস নিশ্চিত করতে হবে।

সি চিন পিং বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতা, উন্নয়ন ও জীবিকা, উন্নয়ন এবং জনগণের আস্থার ঘনিষ্ঠ সম্পর্ক গভীরভাবে উপলব্ধি করতে হবে। উন্নয়নের সুফল জনগণের কল্যাণের জন্য। অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন দ্রুততর করতে হবে।

বৈশিষ্ট্যময় শিল্প আরো ভালো করতে হবে। কর্মসংস্থানের সামর্থ্য বাড়াতে হবে। দারিদ্র্যবিমোচনের ফলাফল ও গ্রামীণ পুনরুদ্ধার সংযোগ করতে হবে।

গ্রামের টেকসই উন্নয়নব্যবস্থা সুসংহত করতে হবে। সবুজ উন্নয়ন, উন্মুক্তকরণ জোরদার ও রেশমপথের অর্থনৈতিক কেন্দ্রের নির্মাণ জোরদার করতে হবে।

সি চিন পিং বলেন, ভালোভাবে সিনচিয়াং-এর কাজ করা হলো সিপিসি এবং দেশের বড় ব্যাপার। পুরো সিপিসি’র উচিত কৌশলগত দিক থেকে সিনচিয়াংয়ের কাজের গুরুত্ব উপলব্ধি করা।

ইবাংলা /মআ/১৬ই জুলাই,২০২২

Contact Us