পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল ১৭ জুলাই (রোববার) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে একমাত্র ছাত্রী হল ও বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ছিলো।
আরও পড়ুন… ভর্তি ফরম বিক্রি করে গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের আয় ৪৪ কোটি টাকা
বৃহস্পতিবার (১৪ই জুলাই) ঈদের ছুটি শেষ হলেও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ এবং ১৬ তারিখ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার (১৭ জুলাই) খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল দাপ্তরিক কার্যাবলী।
উল্লেখ্য গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকেই খোলা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যথারীতি চলবে ক্লাস ও পরীক্ষা। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা যথাযথ সময়ে চলবে।
ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২