শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে সনদ নিচ্ছেন মিম
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সমানতালে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন।
করোনা মহামারির কারণে সময়মতো কনভোকেশন পাননি মিম। দুই বছর অপেক্ষার পর (২১ জুলাই) সেই বিশেষ দিন। অফিশিয়ালি শিক্ষাজীবন শেষ হলো নায়িকার।
বৃহস্পতিবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে সনদ বুঝে নেওয়ার মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে মিম লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজ। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন। আজ আমার কনভোকেশনের দিন।
আরও পড়ুন…ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা মাহি
নায়িকা জানান, ‘সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ফলাফল আমরা সবাই জানি। অবশেষে কনভোকেশন হচ্ছে।’
কৃতজ্ঞতা প্রকাশ করে মিম লেখেন, ‘আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই, এ রকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই।
ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীদের, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তীতে আমাকে সাহায্য করেছে যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়।
আরও পড়ুন…থানায় বসে অঝোরে কাঁদলেন বলিউডের রাখি সাওয়ান্ত
তিনি আরও লিখেছেন, ‘এই বছর জীবনের সব প্রাপ্তি মিলিয়ে আমি খুবই খুশি। ২০২২ আমার জন্য খুবই ভালো যাচ্ছে। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।’
প্রসঙ্গত, ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। কাকতালীয়ভাবে ‘পরাণ’-এর মুক্তির কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার থাবায় সিনেমাটিও বার বার মুক্তির মিছিল থেকে পিছিয়ে যায়। অবশেষে ২০২২ সালে কনভোকেশন ও ক্যারিয়ারের খ্যাতি দুই-ই পেলেন মিম।
ইবাংলা/জেএন/২১জুলাই,২০২২