বাসদের কেন্দ্রীয় নেতার মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)-এর মরদেহ পাওয়া গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মরদেহ শনাক্ত করে বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিচিতজনরা।

Islami Bank

কমরেড টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গতকাল দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান।

সন্ধ্যার দিকে নিজ মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।

one pherma

খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে মাটিরাঙ্গা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে তারা এসে টুটুলের মরদেহ উদ্ধার করে।

কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ইবাংলা/ ১২ সেপ্টেম্বর

Contact Us