শ্রীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, গাজীপুর:

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই র‌্যালির আয়োজন করে।

Islami Bank

আরও পড়ুন…ফেসবুকে আপত্তিকর কমেন্ট,চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

মৎস্য সপ্তাহের র‌্যালিটি উপজেলার মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে মিলনায়তনে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদের সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

one pherma

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামানসহ আ’লীগের নেতাকর্মীরা। এছাড়াও মৎস্য চাষি ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২

Contact Us