টাঙ্গাইলের মধুপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।
আরও পড়ুন…পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন,গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা সমাজ সেবা অফিসার ইসমাইল হোসেন।
শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, বেরিবাইদের জুলহাস উদ্দিন,মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন…বিশ্বে করোনায় আরও ১০৭১ মৃত্যু, কমেছে আক্রান্ত
অবহিতকরণ সভায় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক মা ও শিশু সহায়তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২