দক্ষিণ-চীন সাগরের বার্ষিক আলোচনার উদ্বোধনীতে চীনা পররাষ্ট্রমন্ত্রী

ইবাংলা ডেস্ক:

 

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ জুলাই ভিডিও লিঙ্কের মাধ্যমে দক্ষিণ-চীন সাগরের পক্ষগুলোর আচরণ সম্পর্কিত ঘোষণা স্বাক্ষরের ২০ বছর বার্ষিকীর আলোচনাসভার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

ভাষণে ওয়াং ই বলেন, দক্ষিণ-চীন সাগরের পক্ষগুলোর আচরণ সম্পর্কিত ঘোষণা চীন ও আসিয়ান দেশসমূহের এ বিষয়ে স্বাক্ষরিত প্রথম রাজনৈতিক দলিল। তাতে দক্ষিণ-চীন সাগরের বিভিন্ন পক্ষের মূলনীতি ও বিধি নির্ধারিত হয়েছে।

ঘোষণার সফল স্বাক্ষর ও বাস্তবায়নে দেখা গেছে যে, প্রথমত, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক উন্নয়নের পূর্বশর্ত।

দ্বিতীয়ত, এই অঞ্চলের দেশসমূহ দক্ষিণ-চীন সাগর বিষয়ে ব্যবস্থা গ্রহণের মালিক। তৃতীয়ত, পূর্ব এশিয়ার দেশেগুলোর মধ্যে একটি মতৈক্যে পৌঁছানো ও তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ।

ওয়াং ই আরও বলেন, ‘নতুন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের উচিৎ শুরুর কথা ভুলে না গিয়ে দক্ষিণ চীন সাগরকে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সাগরে পরিণত করা।

তাই সবার উচিত শান্তির ডেডলাইন রক্ষা করা, সংলাপ ও বৈঠক বেগবান করার পাশাপাশি সামুদ্রিক সহযোগিতা গভীরতর করা এবং দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের আচরণের নিয়মকানুন-সংক্রান্ত সংলাপ অব্যাহতভাবে বেগবান করা’।

চীন অব্যাহতভাবে আসিয়ান দেশগুলোর সঙ্গে সমুদ্রের শান্তিরক্ষী, সমুদ্রে শৃঙ্খলার নির্মাণকারী, সমুদ্রের সহযোগিতা বেগবানকারী এবং সমুদ্রের উন্নয়নে ভূমিকা পালন করবে। সূত্র:সিএমজি

ইবাংলা/মশিউর/ ২৬ শে জুলাই,২০২২

Contact Us