নিহত হয়েছেন জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা !

আল-কায়েদার শীর্ষ নেতা

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে। ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয় গত রবিবার এ।

Islami Bank

আরও পড়ুন…এক সঙ্গে ১ লাখ ৩০ হাজার মানুষ বুস্টার ডোজ পেল

গত সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন । মি. বাইডেন বলেন, মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিলেন এই জাওয়াহিরি । মৃত্যু হয়েছে এই সন্ত্রাসী নেতার । এরই মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

আরও পড়ুন…উন্মুক্ত পাঠাগার খোলার দাবিতে ভিসি ভবন ঘেরাও

হামলার সময় কাবুলে একটি বাড়ির ব্যালকনিতে অবস্থান করছিলেন আল–কায়েদার এই নেতা । এই সময়  তাঁকে লক্ষ্য করে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং জাওয়াহিরির মৃত্যু হয়। ওই বাড়িতে অন্য সদস্যরাও ছিলেন তাঁর পরিবারের । তবে তাদের কোনো ক্ষতি হামলায় হয়নি।আফগানিস্থানের কাবুলে ক্ষমতাসীন তালেবানের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই হামলাকে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ।যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার মতে  ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান যে চুক্তি করেছিল, কাবুলে জাওয়াহিরির উপস্থিতিতে তা লঙ্ঘন হয়েছে।

one pherma

আরও পড়ুন…‘চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক ইউনিয়নের’

জাওয়াহিরির মৃত্যুর খবর মি.বাইডেনের ঘোষণার আগেই সামনে আনে মার্কিন গণমাধ্যমগুলো। সিবিএস এই খবর নিশ্চিত করেছিল তিনটি সূত্রের বরাত দিয়ে । সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছিল ওয়াশিংটন পোস্ট,নিউইয়র্ক টাইমস ও সিএনএন।আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে ।২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ।

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু উত্তোলন নিয়ে হট্রগোল

জাওয়াহিরি ছিলেন ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী।জাওয়াহিরিকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো ওসামা বিন লাদেন বেঁচে থাকা অবস্থায় ।জাওয়াহিরি পেশায় ছিলেন শল্যচিকিৎসক । জাওয়াহিরিকে আল-কায়েদার তাত্ত্বিক গুরু মনে করা হতো।কোন কোন বিশেষজ্ঞদের মনে করেন, তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার । জাওয়াহিরিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল ২ কোটি ৫০ লাখ ডলারের ।

 

 

ইবাংলা/অআর/ ২ আগষ্ট

Contact Us