বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

ইবাংলা ডেস্ক

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার পণ্য নিয়ে ‘এমভি বলেশ্বর’ নামের একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (৩ জুলাই) সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙর করার পরেই ট্রলারটি ডুবে যায়।

Islami Bank

আরও পড়ুন…নায়কদের সঙ্গে রাত কাটালেই সিনেমায় অভিনয়!

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং স্থানিয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।

ট্রলারটির ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসীবাজার পৌঁছায়। ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল ছিল।

one pherma

এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।

আরও পড়ুন…কক্সবাজার সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সন্নাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মালামাল উদ্ধারের কাজ চলছে।

ইবাংলা/জেএন/৩ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us