৩ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের তীব্র বিরোধিতা এবং গাম্ভীর্যপূর্ণ কঠোর মনোভাব উপেক্ষা করে চীনের তাইওয়ান অঞ্চল সফর করেছেন। বেশ কয়েকটি দেশের সরকারের প্রকাশিত বিবৃতিতে তার এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং ‘একচীন নীতির’ প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন…জবি ইনোভেটর্স উইন্ডোর সভাপতি অমৃত, সম্পাদক এনামুল
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, রাশিয়া মনে করে- পেলোসি’র তাইওয়ান সফর হলো প্রকাশ্য উস্কানি। তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ ব্যাপার।
এই বিষয়ে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে চীনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। রাশিয়ার অবস্থান বরাবরের মতো এক, তা হলো এই বিশ্বে একটি চীন আছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য একটি অংশ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ‘একচীন নীতির’ প্রতি অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন…সার্বভৌমত্ব ও জাতিগত মর্যাদা রক্ষা করবে চীনা জনগণের:ওয়াং ই
তাছাড়া, ইরান, উত্তর কোরিয়া, কিউবা, সিরিয়া, ভেনিজুয়েলা, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘একচীন নীতিতে’ অবিচল থাকার অবস্থান আবার তুলে ধরেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার নিন্দা জানিয়েছে। সূত্র:লিলি,সিএমজি
ইবাংলা/জেএন/৪ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.