গাজা উপত্যকা যেটা ফিলিস্তিনের অধিকৃত সেখানে শুক্রবার ইহুদি রাষ্ট্র ইসরাইল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ।এই হামলায় পাঁচ বছর বয়সি এক শিশু এবং ২৩ বছর বয়সি এক নারীসহ অন্তত নিহত হয়েছেন ১০ ফিলিস্তিনি।
আরও পড়ুন…তেলের মূল্যবৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে বাস চলাচল বন্ধের ঘোষণা
ইসরাইল দাবি করেছে যে, তারা ওই হামলা চালিয়েছে ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ।আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন, ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে । ফিলিস্তিন টাওয়ার যা গাজা সিটির মধ্যে অবস্থিত সেখানে ছিলেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইসরাইল এর এই বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন।
আরও পড়ুন…রাজধানীর বাজারে মাছের দাম স্থিতিশীল, বেড়েছে মুরগি-কাঁচা মরিচের
গাজা সিটিতে অবস্থিত ঐ ভবনটির ৭তলা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায় শুক্রবারে । কয়েকদিন ধরে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা চলছিল কারন ফিলিস্তিনির এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতারের কারনে। এরই মধ্যে এ হামলা চালানো হলো।শুক্রবার নামাজের পর ওই হামলা হয়। সেখানে বসবাস করেন অনেক বেসামরিক মানুষ । শুক্রবার গাজায় আরও বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই ভবনে বিমান হামলার পর।ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, বর্তমানে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইল ডিফেন্স ফোর্স ।বিশেষ অবস্থা ঘোষণা করা হয়েছে ইসরাইলের সম্মুখভাগে।
আরও পড়ুন…নোয়াখালীতে অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল
এছাড়া গত সপ্তাহে ইসরাইল গাজার আশপাশের শহরগুলো বন্ধ করে দেয়। তাছাড়া সীমান্তে সেনা পাঠায় তারা। ফিলিস্তিনের সিনিয়র নেতাকে আটকের কারণে হামলা হতে পারে এই দোহাই দিয়ে তারা সেখানে জড়ো হয়।ফাওজি ব্রাহমোম নামে হামাসের এক মুখপাত্র বলেছেন, জবাব দেওয়া হবে এই হামলার ।এর আগে গাজায় ইসরাইল অংশে আসেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ শুক্রবার । তিনি জানান, হুমকি নিশ্চিহ্ন করতে তারা অভিযান চালাবেন।ওই সময় তিনি জানান, ইসরাইল কোনো যুদ্ধ চায় না। কিন্তু তারা চুপ করে থাকবেন না নিজেদের নাগরিকদের রক্ষা করতে ।
আরও পড়ুন…শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গত ১৫ বছরে চারবার যুদ্ধ করেছে ইসরাইল ও হামাস গাজা উপত্যকা নিয়ে।সেখানে নতুন করে আবার বড় ধরনের দ্বন্দ্ব লেগে যেতে পারে নতুন করে বিমান হামলার কারণে ,বলে শঙ্কা করা হচ্ছে।এর ১৫ মাস আগে ২৭০ জন ফিলিস্তিনি নিহত হয় গাজায় ইসরাইল-হামাস মাসব্যাপী যুদ্ধে ।
ইবাংলা/তরা/৬ আগষ্ট ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.