‘ক্লাইমেট চেঞ্জ ফোরাম’র চেয়ারপারসন তানভীর শাকিল জয়

নিজস্ব প্রতিনিধি :

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বব্যাপি নানা ধরণের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এতে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের কবলে পতিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল। প্রতিবছেই ক্ষতি হচ্ছে অপূরণীয়। তাই ভবিষ্যত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পেক্ষাপটে জলবায়ু বিষয় নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন।

যার ফলশ্রুতিতে বাংলাদেশের তরুণ আইকনদের নিয়ে একটি ফোরাম প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে ইতিমধ্যে Climate change forum of MPs নামে একটি নির্বাহী কমিটির ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। তরুণ ডায়নামিক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

তরুণ ডায়নামিক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ক্লাইমেট চেঞ্জ ফোরাম অব এমপি’স গঠন করা হয়েছে।

 

এই ফোরামের চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নাতি এবং বাংলাদেশ আওয়ামী রাজনীতির প্রবাদপুরুষ জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য পুত্র উত্তরবঙ্গ তথা সিরাজগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের রূপকার সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য জননেতা প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তানভীর শকিল জয় এমপিকে Climate change forum of MPs’র চেয়ারপারসন মনোনিত করায় বর্তমান বিশ্বে বাঙালি জাতীর অভিভাবক, উন্নত দেশ গড়ার কারিগর সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিরাজগঞ্জবাসী ও কাজিপুরের আপামর জনসাধারণ অভিনন্দন জানিয়েছেন।

ইই

Contact Us