জার্মানিতে করোনা পরবর্তী সময়ে বাঙালি কমিউনিটিতে আবারো ফিরে এসেছে আনন্দ। শুরু হয়েছে বাঙালি সংস্কৃতির বিভিন্ন উৎসব আর নানা উৎসবমুখর আয়োজন।
করোনাকালীন সময়ে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক দিবসকে কেন্দ্র করে জার্মানির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে নানান ধরনের চমৎকার উৎসব লক্ষ্য করা যাচ্ছে।জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে হয়ে গেল ভোজন রসিক বাঙ্গালীদের ভর্তা উৎসবের মেলা।ফ্রাঙ্কফুর্ট ও তার আশেপাশে বসবাসরত বাঙালি মহিলারা বাহারি রকমের ভর্তার পরসা নিয়ে মেলায় অংশ গ্রহণ করে।
আরও পড়ুন…বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
মহিলাদের বিভিন্ন রকম ভর্তা ও মুখরোচক খাবারের উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানটি চমৎকারভাবে সফল ও সমাপ্ত করতে বিশেষ ভূমিকা পালন করে হিরা , দিলশাদ,আনিকা, তৃপ্তি ও রুমা এছাড়াও সতস্ফুর্তভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে উৎসবকে আর সজীব করেন শারমিন, সুমি, ডলি, শিরিন, মল্লিকা, বকুল, বাবু ও জাকিয়া।
প্রবাসী বাঙালিদের এই ভর্তা উৎসবকে আরও রঙিন করতে আয়োজন করা হয় বাঙালি সংস্কৃতির বিভিন্ন খেলা। যার মধ্যে অন্যতম মহিলাদের বালিশ খেলা আর পুরুষদের জন্য ছিলো চোখবাঁধা ও হাঁড়ি ভাঙা খেলা। প্রবাসী বাঙ্গালীদের এই সাংস্কৃতির খেলাধুলা উৎসবে সহযোগিতা করেন সুপরিচিত মুখ বেলাল হোসেন ও সোহেল আলী।
বিভিন্ন ধরনের দেশিয় ভর্তার পাশাপাশি বিকালে নাস্তায় ছিলো হালিম,চটপটি, কেক, চকলেটসহ আরো অনেক কিছু।
ইবাংলা/জেএন/৯ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.