মধুপুরে গারো-কোচ সম্প্রদায়ের আদিবাসী দিবস উদযাপন

টাঙ্গাইলপ্রতিনিধি:

‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’ এ মূল প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো- কোচ বর্মণ সম্প্রদায়ের লোকেরা বিশ^ আদিবাসী দিবস উদযাপন করেছে। ৯ আগস্ট(মঙ্গলবার)সকালে উপজেলার পীরগাছা সেন্ট পৌল হাই স্কুল মাঠে আলোচনাসভা, র‌্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করে।

Islami Bank

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ইউসিজিএম, আচিক মিচিক সোসাইটি , বাগাছাস, গাসু, জিএসএফ, আজিয়া, কোচ আদিবাসী সংগঠনসহ কয়েকটি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে র‌্যালীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক থিওফিল নকরেক।

র‌্যালীটি পীরগাছা স্কুল মাঠ থেকে দোখলা জাতীয় উদ্যান চত্বর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।

অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি ও জিএম এডিসি’র সভাপতি অজয় মৃ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পিউ ফিলোমিনা ¤্রং, আচিকমিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং, বাগাছাস নেতা জন জেত্রা, পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লরেন্স, জিএসএফ’র সাধারণ সাধারণ সম্পাদক লিয়াং রিছিল ও কোচ নেতা গৌরাঙ্গ বর্মণ প্রমূখ।

one pherma

প্রবীণ চিসিমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক থিওফিল নকরেক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মান্দি শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে মধুপুরের সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের সংবর্ধ্বনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এ মধুপুর গড় এলাকার বসবাসরত গারো- কোচ বর্মণ জাতি গোষ্ঠির নারী শিশু,কিশোর-কিশোরী ছাত্র ।

শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী- পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গারো সম্প্রদায়ের বক্তারা তাদের ভূমি,বন ও ভাষা শিক্ষা নিয়ে বিভিন্ন দাবী-দাওয়া উপস্থাপন করেন এবং সাংবিধানিক স্বীকৃতির দাবী জানান।

ইবাংলা/জেএন/৯ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us